নাসির ওয়াদেন

 নাসির ওয়াদে
 বোধ 

বোধ ক্রমাগত মরে মরে যাচ্ছি
লাশ হয়ে পরে আছি বিবেকের পথে
অশরীরী যন্ত্রণা ভেসে ভেসে আসছে
নির্বোধের অনামী সাগরে ---

মানবিক মুখ খুঁজতে গেছি নক্ষত্রের দেশে
নক্ষত্র নিজস্ব সংসার নিয়ে  ব্যস্ত
চিন্তা ফসল হয়ে ফলছে
সুজাতা মাটির খেতে

হলুদ পাতা হয়ে ঝরে যাচ্ছে বসন্ত
শৈশব ফিরে আসছে শিরায়
চেতনার বাগানে ফুটছে কিশলয়
বোধ পলাশ রাঙা রোদ মেখে
ঢলে পড়ছে  মৃত্যুর সোপানে  ।।        

               

নাসির ওয়াদেন  নাসির ওয়াদেন Reviewed by Pd on জুন ৩০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.