রত্না দাশগুপ্ত আইচ

রত্না দাশগুপ্ত আইচ
  জন্ম  

তার ব্যথা গুলি হৃদয়ে ধারণ করি
কি অনায়াসে কি অবলীলায়
কবে যে মন বাঁধল বসত
নিপাট সংসার সেই ছায়ায় ?

মন প্রহেলিকা শব্দকোষে
নিতান্ত নিরুপায়
ভ্রূণ থেকে সম্পূর্ণ তার অবয়ব
এক টানে এঁকে ফেলি হৃদ জঠরে

সে এক অদৃশ্য মায়ায়
জন্ম দেই প্রান্তিক আলোয়
তাকে হৃদয় যন্ত্রণায়



রত্না দাশগুপ্ত আইচ রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on জুন ৩০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.