নুন
আকাশ আজ মেঘের লকগেট দিয়েছে খুলে
হুড়মুড় করে নেমে আসছে জল
ভরিয়ে দিচ্ছে নদী,নালা,খাল,বিল
দেখতো ওর তোড়ে শিল্পের চাকাটা ঘোরাতে পার কিনা?
পেয়ে যাবে কয়েকহাজার
মেগাওয়াট বিদ্যুৎ…..
যা দিয়ে কত ঘরের অন্ধকার দূর হবে।
দেখতো ওকে কোথাও সঞ্চয় করতে পার কিনা?
ঐ জল দিয়ে পুরো দেশটা
ধুয়ে মুছে সাফ করতে হবে,
হয়ে উঠবে “স্বচ্ছ ভারত”।
নয়তো ও সব ভাসিয়ে নিয়ে যাবে ওর প্রবাহে
ঘটি,বাটি,মাটি-সব….
আর সমুদ্রের জল আর একটু বেশী নোনতা হবে
আর ঐ নুন রেশন দোকানে ‘এক টাকায়’
কিনে, আমরা নুনের গুন গাইব।
ভোটবাক্স ভরে উঠবে
সেই রঙের গুনগানে।
আমরা বুঝতেও পারব না ঐ নুনের দাম ছিল
আমাদেরই চোখের জল,
শরীরের ঝরে যাওয়া ঘাম।
আকাশ আজ মেঘের লকগেট দিয়েছে খুলে
হুড়মুড় করে নেমে আসছে জল
ভরিয়ে দিচ্ছে নদী,নালা,খাল,বিল
দেখতো ওর তোড়ে শিল্পের চাকাটা ঘোরাতে পার কিনা?
পেয়ে যাবে কয়েকহাজার
মেগাওয়াট বিদ্যুৎ…..
যা দিয়ে কত ঘরের অন্ধকার দূর হবে।
দেখতো ওকে কোথাও সঞ্চয় করতে পার কিনা?
ঐ জল দিয়ে পুরো দেশটা
ধুয়ে মুছে সাফ করতে হবে,
হয়ে উঠবে “স্বচ্ছ ভারত”।
নয়তো ও সব ভাসিয়ে নিয়ে যাবে ওর প্রবাহে
ঘটি,বাটি,মাটি-সব….
আর সমুদ্রের জল আর একটু বেশী নোনতা হবে
আর ঐ নুন রেশন দোকানে ‘এক টাকায়’
কিনে, আমরা নুনের গুন গাইব।
ভোটবাক্স ভরে উঠবে
সেই রঙের গুনগানে।
আমরা বুঝতেও পারব না ঐ নুনের দাম ছিল
আমাদেরই চোখের জল,
শরীরের ঝরে যাওয়া ঘাম।
নন্দিনী পাল
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
জুন ৩০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন