নজরুল ইসলাম
সৃষ্টিশীলতা অমর। চিরন্তন কবিতা, গল্প, গান রুটির দোকান বিদ্রোহী গড়ে, জন্মে নজরুল ইসলাম
নাম-যশ-খ্যাতি, এসব চারপেয়ে সর্বনাম
কলম লিখবে মানুষের কথা বেঁচে থাকবে নজরুল ইসলাম
কতটা কঠিন আয়ত্তে আনা ‘অগ্নিবীণার’ সুর-তান?
‘বিষের বাঁশি’, ফুঁ দিয়েছেন নজরুল ইসলাম
সাম্যবাদ, ভাতৃবোধ, সাম্প্রদায়িকতার অবসান স্বপ্নপূরণের ভার দিয়েছেন নজরুল ইসলাম
বিভেদ অভিধানে থাক, একতা হোক ইন্তেকাম
আশ্বাসটুকু দিতে পারিনা তোমায়, নজরুল ইসলাম?
সৃষ্টিশীলতা অমর। চিরন্তন কবিতা, গল্প, গান রুটির দোকান বিদ্রোহী গড়ে, জন্মে নজরুল ইসলাম
নাম-যশ-খ্যাতি, এসব চারপেয়ে সর্বনাম
কলম লিখবে মানুষের কথা বেঁচে থাকবে নজরুল ইসলাম
কতটা কঠিন আয়ত্তে আনা ‘অগ্নিবীণার’ সুর-তান?
‘বিষের বাঁশি’, ফুঁ দিয়েছেন নজরুল ইসলাম
সাম্যবাদ, ভাতৃবোধ, সাম্প্রদায়িকতার অবসান স্বপ্নপূরণের ভার দিয়েছেন নজরুল ইসলাম
বিভেদ অভিধানে থাক, একতা হোক ইন্তেকাম
আশ্বাসটুকু দিতে পারিনা তোমায়, নজরুল ইসলাম?
তন্ময় দেব
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন