নজরুল মানে
নজরুল মানে মানবতা
নজরুল মানে তারুণ্য
নজরুল মানে বিদ্রোহ
অন্যায় আর অধীনতার
বিরুদ্ধাচারণে ৷
নজরুল মানে জীবনের সুর
নজরুল মানে বর্তমান
নজরুল মানে ভালোবাসা
সাধারণ মানুষের জন্য
অমলটানে ৷
নজরুল মানে জীবনের ছবি
নজরুল মানে মুক্ত হাওয়া
নজরুল মানে গান গাওয়া
পরাণের ভেতর যাওয়া
মুগ্ধপ্রাণে ৷
নদেরচাঁদ হাজরা
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন