তন্ময় দাস


 ভালোবাসা 

ভালোবাসা তোমার ঝুমকোজোড়া দেবে আমায়,
দেবে কি তোমার ওই নাকছাবি টা?
নয়তো কপালের ওই কুমকুম কিংবা চুলের ফিতে;
দেবে কি তোমার ওই নরম হাতের আদর?
আমি চাইনা
সজ্জিত বিছানায় যৌনসুখ
চাইনা দেহ তোমার -
চেয়েছি শুধু তোমার স্তনযুগলের নিচে থাকা
অপরিমেয় হৃদয়খানি।
তোমার না থাকায় থাকবে সাথে
তোমার আদর স্পর্শটুকুই।
দেবে কি আমায় তোমার হাসি,
পাগল করা দুষ্টুমিটা;
দেবে কি  বলে যাও প্রিয়
তোমার ওই না বলা কথা গুলো.....

তন্ময় দাস তন্ময় দাস Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.