পঞ্চমী অথ কথন
(শব্দের মিছিলের ৫ম বর্ষপূর্তি তে উৎসর্গ )
পঞ্চমী তার সকল দরজা খুলে দিয়েছে
মেলে ধরেছে ভালবাসার ডালা
সবারে করি আহ্বান ...
আপ্যায়নে ঘাটতি নেই আন্তরিকতার ।
একটা মায়াবী হাত ক্রমাগত এগিয়ে আসে
সকলের দিকে সম্মোহনের হাত
ছুঁয়ে থাকা হিমেল বাতাস
আমাদের পঞ্চমী উঁচু হতে হতে বৃক্ষ হয়
চিরদিনের বন্ধু,জোগায় জীবনের রসদ
যাদু-হাত কলমের তীক্ষ্ণ ফণা ভেদ করে
ধেয়ে আসে প্রকৃতির অরণ্যে
ফুল, ফল ও পাতা কবির তুলিতে
করজোড়ে বলে : এসো, এসো হে কবিগণ,
বসন্তের বাতাস বইছে, চৈত্র আসন্ন
আবেগের ফণা জ্বালাময়ী ঝড় তোলে
ডালপালা নেড়ে সোহাগ বিলোয়--
সরলতা মুক্তি পাবে প্রান্তিক কবিদের ।
(শব্দের মিছিলের ৫ম বর্ষপূর্তি তে উৎসর্গ )
পঞ্চমী তার সকল দরজা খুলে দিয়েছে
মেলে ধরেছে ভালবাসার ডালা
সবারে করি আহ্বান ...
আপ্যায়নে ঘাটতি নেই আন্তরিকতার ।
একটা মায়াবী হাত ক্রমাগত এগিয়ে আসে
সকলের দিকে সম্মোহনের হাত
ছুঁয়ে থাকা হিমেল বাতাস
আমাদের পঞ্চমী উঁচু হতে হতে বৃক্ষ হয়
চিরদিনের বন্ধু,জোগায় জীবনের রসদ
যাদু-হাত কলমের তীক্ষ্ণ ফণা ভেদ করে
ধেয়ে আসে প্রকৃতির অরণ্যে
ফুল, ফল ও পাতা কবির তুলিতে
করজোড়ে বলে : এসো, এসো হে কবিগণ,
বসন্তের বাতাস বইছে, চৈত্র আসন্ন
আবেগের ফণা জ্বালাময়ী ঝড় তোলে
ডালপালা নেড়ে সোহাগ বিলোয়--
সরলতা মুক্তি পাবে প্রান্তিক কবিদের ।
নাসির ওয়াদেন
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ০৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন