রুমা ঢ্যাং অধিকারী

রুমা ঢ্যাং অধিকারী
 মুখশুদ্ধি 

ঘুমভাঙা রাতের কাছে বোঝা যায় অন্ধ ও দৃষ্টিভ্রমের সমঝোতা।

জন্তুদের জঙ্গলে কখনও সাফারি শেষ হলে আমল দাও
একপাশে ঝুলে থাকা পর্দার নিশ্চুপ ইচ্ছেকে...

অজুহাত বেড়ে গেলেই তো হামাগুড়ি দিতে থাকবে হাওয়ার আলগা পিরিত!

জানলার গরাদ বেয়ে একচিলতে ল্যাম্পপোস্টের আলো ঠিকরে এলে
খটখটে রোদ ভুলতে বসে নাইট ল্যাম্পের প্রয়োজন,
রাত গভীর হলে তারা আরোও বেশি সচ্ছল।

এসব পরিচিতি সাঙ্গ হলে
দেহের ওপর দুচারখানা মনোগত টব বসিয়ে রাখো
যেখানে মৌরিগাছ গজিয়ে উঠবে।

আমাদের আজ মুখশুদ্ধির ভীষণ প্রয়োজন!




রুমা ঢ্যাং অধিকারী রুমা ঢ্যাং অধিকারী Reviewed by Pd on মে ০৯, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.