'নজরুল ' মানুষে মানুষে এতো বিদ্বেষ হীনতার কি নেই কোনো শেষ ? স্বাধীনতা কেড়েছে পাবার লোভ অরাজকতায় বেড়েছে ক্ষোভ । মনে পড়ে যায় ছিলেন একজন , খাঁটি ইনসান্ , সবার আপন - হৃদয় থেকেই জানাই তাঁকে সেলাম , তিনি প্রেমিক , বিদ্রোহী কবি নজরুল ইসলাম ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন