নজরুল মানে
নজরুল মানে একটাই জাত
মানুষ সবার বড়ো
মানুষ নামেই মিলুক সবাই
এক ছাতাতে জড়ো ।
নজরুল মানে বিদ্রোহীজন
ঘুরে দাঁড়াবেই ঠিক
শ্রমজীবীজন থাকলেই পাশে
যত দিক আছে ঠিক ।
নজরুল মানে সীমান্তহীন
আকাশ ছাদের নীচে
মিলনমন্ত্র ------ নেই ভেদাভেদ
থাকবে না কেউ পিছে ।
নজরুল মানে কারার ভাঙন
শোষকের তিনি ত্রাস
পিপাসার্তের তৃষ্ণার জল
এবং মুখের গ্রাস ।
নজরুল মানে শোষিতের প্রাণ
নির্যাতিতের বন্ধু
সবার জন্য ভালোবাসার
অসীম, অতল সিন্ধু ।
নজরুল মানে একটাই জাত
মানুষ সবার বড়ো
মানুষ নামেই মিলুক সবাই
এক ছাতাতে জড়ো ।
নজরুল মানে বিদ্রোহীজন
ঘুরে দাঁড়াবেই ঠিক
শ্রমজীবীজন থাকলেই পাশে
যত দিক আছে ঠিক ।
নজরুল মানে সীমান্তহীন
আকাশ ছাদের নীচে
মিলনমন্ত্র ------ নেই ভেদাভেদ
থাকবে না কেউ পিছে ।
নজরুল মানে কারার ভাঙন
শোষকের তিনি ত্রাস
পিপাসার্তের তৃষ্ণার জল
এবং মুখের গ্রাস ।
নজরুল মানে শোষিতের প্রাণ
নির্যাতিতের বন্ধু
সবার জন্য ভালোবাসার
অসীম, অতল সিন্ধু ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মে ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন