আমি এখনও তোমায় বাঁচাতে পারি
ক্ষয়ে যাওয়া—খড়িওঠা শরীরে
বসবাস কিছু জবুথবু স্বপ্নের।
কালকের সেই পেল্লায় ডানা
আজ অক্ষম উড়াল দিতে।
ঢুকে যাওয়া ঠকে যাওয়া
চোখ,শুধুই বেঁচে আজ।
জুঁই -চন্দন -গোলাপ নয়,
মাংসল এক গন্ধ জেগে ।
এত কিছুর পরও আমি,
তোমায় কিন্তু বাঁচাতে পারি।
ভগ্ন হৃদয় নষ্ট শরীর
নিয়ে পারি তোমার আয়না হতে।
তোমার দেওয়া ক্ষতির ছবি
হয়ে,আসতে পারি রাতবিরেতে।
পরিমাণটা বুঝে নিও।
অনুতাপের জ্বরে পুড়ে,
আলোর পথে ফিরে যেও।
পারলে একবার বেঁচে যেও।
ক্ষয়ে যাওয়া—খড়িওঠা শরীরে
বসবাস কিছু জবুথবু স্বপ্নের।
কালকের সেই পেল্লায় ডানা
আজ অক্ষম উড়াল দিতে।
ঢুকে যাওয়া ঠকে যাওয়া
চোখ,শুধুই বেঁচে আজ।
জুঁই -চন্দন -গোলাপ নয়,
মাংসল এক গন্ধ জেগে ।
এত কিছুর পরও আমি,
তোমায় কিন্তু বাঁচাতে পারি।
ভগ্ন হৃদয় নষ্ট শরীর
নিয়ে পারি তোমার আয়না হতে।
তোমার দেওয়া ক্ষতির ছবি
হয়ে,আসতে পারি রাতবিরেতে।
পরিমাণটা বুঝে নিও।
অনুতাপের জ্বরে পুড়ে,
আলোর পথে ফিরে যেও।
পারলে একবার বেঁচে যেও।
তৃণা সরকার
Reviewed by Pd
on
মার্চ ২৪, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৪, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন