রেস
শব্দ ছোটে, শব্দ ছোটে মাইকে,
ছুটছে জোরে যুবকরা সব বাইকে,
চশমা জুতো টিশার্ট তাদের নাইকে ।
বাড়ছে শহর, বিশাল বহর রাক্ষস,
যান্ত্রিকতায় কেই বা করে আফশোস,
সবাই জানি আমরা তো নই নির্দোষ ।
চশমা চোখে, অস্তরাগের সঙ্গী
এই অবেলায় কেউ হবেনা জঙ্গী
তারচে সাজো আন্দামানের ওঙ্গী
সামনে প্রচুর সমস্যা আর কন্টক,
কে চায় এমন জীবন পেতে বন্ধক?
তারচে জ্বালাও আগুন, পোড়াও গন্ধক
হাত দিও না, চোখ ছুঁড়ো না অঙ্গে
শ্রীঘর বাসে কেউ যাবে না সঙ্গে
আমরা কি আর নব্য নতুন বঙ্গে!
কালের গতির হাল ধরে কোন উজবুক!
তার হাতে কি প্রকান্ড এক বন্দুক?
ধ্বংস ভয়ে বুক করে যায় ধুকপুক ।
শব্দ ছোটে, শব্দ ছোটে মাইকে,
ছুটছে জোরে যুবকরা সব বাইকে,
চশমা জুতো টিশার্ট তাদের নাইকে ।
বাড়ছে শহর, বিশাল বহর রাক্ষস,
যান্ত্রিকতায় কেই বা করে আফশোস,
সবাই জানি আমরা তো নই নির্দোষ ।
চশমা চোখে, অস্তরাগের সঙ্গী
এই অবেলায় কেউ হবেনা জঙ্গী
তারচে সাজো আন্দামানের ওঙ্গী
সামনে প্রচুর সমস্যা আর কন্টক,
কে চায় এমন জীবন পেতে বন্ধক?
তারচে জ্বালাও আগুন, পোড়াও গন্ধক
হাত দিও না, চোখ ছুঁড়ো না অঙ্গে
শ্রীঘর বাসে কেউ যাবে না সঙ্গে
আমরা কি আর নব্য নতুন বঙ্গে!
কালের গতির হাল ধরে কোন উজবুক!
তার হাতে কি প্রকান্ড এক বন্দুক?
ধ্বংস ভয়ে বুক করে যায় ধুকপুক ।
দেবাশিস ঘোষ
Reviewed by Pd
on
মার্চ ২৯, ২০১৭
Rating:
Reviewed by Pd
on
মার্চ ২৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন