উত্তীর্ণা তোমার বুকে রেখেছি দিন বৃষ্টি ছেঁচা জলে, এখনও রঙীন বয়স কাঁপে মাঝবিকেলে, শরীর ঘেরা আঁচে । অবস্থা সঙ্গীন। মাঝবয়সী ফ্যান্টাসিতে অলীক ছায়া এ আরশিতে ফি দুপুরে নিজেই কাঁপি, লজ্জা-জলে ভেসে। সোহাগ গহীন।।
কোন মন্তব্য নেই:
সুচিন্তিত মতামত দিন