একটি ভ্রূণের জিজ্ঞাসা .....
একবুক তাজা নিঃশ্বাস নিয়ে চোখ মেলতে
চাই এই ধরনীর বুকে,
যেখানের বাতাসে নেই বারুদের গন্ধ ,
নেই কোনো কলুষতা,
যেথা মুক্ত বাতাসে স্বপ্নের ডানা মেলবো
আমরা , নতুন প্রজন্ম ।
পারবে কি দিতে তোমরা এমনই এক
বাসযোগ্য পৃথিবী ?
স্বপ্ন দেখতে চাই সেই পৃথিবীর বুকে
যেখানে শোনা যাবেনা কোনো বিস্ফোরণের
আওয়াজ , গোলাগুলির শব্দ যেথা অচেনা ।
পাখির কুজন আর বরষার জলতরঙ্গের
সাথি যেথা শিশুদের কলরব।
পারো কি উপহার দিতে তোমরা এমনই
এক শান্তির নীড়?
প্রাণভরা ভালোবাসা নিয়ে জন্ম নিতে চাই সেই ধরায়,
পরিচিতি মোর যেথা কেবলই মানুষ রূপে ।
লিঙ্গভেদ, জাতিভেদ যেথা বাধা হয়ে
দাঁড়ায় না চলার পথে।
পারবে কি তোমরা গড়ে তুলতে এমনই
এক সুন্দর পরিবেশ?
পারো যদি, তবেই নতুন সূর্যালোকে
জন্ম নেবো আমরা, তোমাদের উত্তরসুরী।
আর না যদি পারো তবে থাক, নাই বা এলাম
তোমাদের এই পৃথিবীতে ।
লাভ কি আর এ ধরনীর বোঝা বাড়িয়ে ?
সোমা ঘোষ
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন