রত্না দাশগুপ্ত আইচ

 রত্না দাশগুপ্ত আইচ

অনাঘ্রাতা একটা দিন

অনাঘ্রাতা একটা দিন
সদর দরজার বাইিরে অপেক্ষমান
দোর খুললেই ঝাঁপিয়ে আসবে
ঘরের আনাচে কানাচে,
পাল্টে যাবে দেওয়ালের রঙ
সারা রাত্রি জাগা দীর্ঘ ছায়াগুলো
কুঁকড়ে পড়ে থাকবে সোফার পিছনে
দেরাজের আড়ালে,
আলোর সীমান্তে প্রবেশাধিকার নেই তাদের!
আলোর রেখা ধরে নতুন একটা সকাল
নরম সোনালি রোদ হাত রাখে বিষন্নতার কপালে
ভোরের মিষ্টি বাতাসের সুরে
ঘুম পাড়ানি গান
স্মৃতির সাথে যুদ্ধ শেষে
পরাজিত রাত্রি জাগা সৈনিক,
মাথা রাখে আলোর কোলে।




                                           

রত্না দাশগুপ্ত আইচ  রত্না দাশগুপ্ত আইচ Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.