এই শহরটা ভালো আছে
বাক্সবন্দি সদ্যোজাতের অর্থনৈতিক হাতবদল,
বিবেকটাতো গিরগিটি, নিত্য করে রংবদল।
মায়ের কান্না শুকিয়ে বাষ্প,খোঁজ রাখেনা কেউ
একটা দুটো শুকনো স্লোগান - প্রতিবাদের ঢেউ!!
খালের ধারে আরো একটা খুবলে খাওয়া দেহ
মেয়েমানুষ এটা ঠিক; কিন্তু নাম জানেনা কেহ।
আমার শহর 'প্রতিবাদী ', ভালোমানুষের দেশ!
দু- এক টাকার মোমবাতিতে দায়িত্ব তার শেষ!
আমার শহর বেথলেহেম, রোজ জন্মায় যীশু
আমার শহর নিয়ন আলো, তবু অন্ধকারে শিশু।
আমার শহর মায়ায় মোড়া, নন্দন যার মুখ,
ফটিক ঘুমায় ফুটপাতে, নিয়ে স্বপ্ন ভরা বুক।
আমার শহর দিব্যি আছে, বিজ্ঞাপনের মুখ
আমার শহর নিত্য কেনে Paytm- এ সুখ!
আমার শহর স্কাইস্ক্যাপারে আকাশ ছুঁয়ে বাঁচে
স্কচ- বার্গার - চুমু নিয়ে দিব্যি বেঁচে আছে!!
শরদিন্দু
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন