কবি শক্তি
[ গত ২৭শে নভেম্বর কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন গেল l তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ ]
যে কবি অক্ষর জানে
শব্দ ছেনে তুলে আনে
জীবনের মায়া,
হেমন্তের অরণ্যে তিনি
কবিতার ছায়া
যে কবি ছন্দ গাঁথেন
তাঁর হাত সমূহ বিস্তার,
অনুভবে তিনি ঋদ্ধ
বিস্ময়ে আমরা অপার
তিনি আর কেউ নন
তিনি এক ঋষি, পাগল,
তাঁর হাতে স্বর্ণরেণু
ধরে আছে ভাষার লাঙল
পলাতক নন তিনি
আপাদ কবি,
আদ্য পদ্যকার তিনি
শক্তি, প্রিয় কবি
রবীন বসু
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
ডিসেম্বর ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন