মোহাম্মদ জসিম



রৌদ্রঋতু

আহ্লাদী দক্ষিণে নাতিদীর্ঘ রৌদ্র্র্রঋতু-বোহেমিয়ান বাতাসে
ভেসে আসছে সমুদ্রের নীলখাম উড়োচিঠি;
জীবনের ভাঁজে ভাঁজে দুঃখের প্রচ্ছন্ন কারুকাজও মুছে যাচ্ছে দ্রুত..

বিকেলবিলগ্ন বারান্দায় মুখোমুখি-
তোমার বিস্ময় থেকে জন্ম নেয় পরাবাস্তব সুখ!

অ-সুখের সংক্রমন এড়াতে তীক্ষ্ণ-তীব্র ভালবাসায়
মুছে দাও অসুস্থতার সাতদিন।

মোহাম্মদ জসিম মোহাম্মদ জসিম Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.