বাপ্পাদিত্য দাস



সময়ের জ্বালামুখ থেকে

সদ্যজাত শিশুর মত ফুঁপিয়ে  ওঠে সময়
তার  ভারসাম্যহীন  শরীরে মিশে যাচ্ছে গুঁড়ো গুঁড়ো মীরজাফর
দাবানলে ঝলসে যাওয়া নরম মাংসে
আমরা বনভোজন সেরে নেই প্রায়ান্ধকারে
ভালো থাকি জানান দিতে  খসড়া লিখে ফেলি
বিক্রি করি কিংবা হয়ে যাই
জমকালো রাত্রিবাসরে ...


#
দুপুর জানালা ঘুমিয়ে গেছে কবে
প্রিয় নাবিকের হরিদ্রাভ  নিশ্বাসে
আমরা খুঁজি না আর
রংচটা পেন্সিলে সবুজ বনানী
খিরগী পুকুরের মত আঁচলা চোখ


#
ছুটে যাচ্ছি সেনসেক্স থেকে আর এক সেনসেক্সে -
ফেলে আসা ল্যাম্পপোষ্টের নিচে
কাকে যেন কিছু বলে আসা হ্ল  না
কিছু কথা ততক্ষনে কেজো হয়ে যায় ।



বাপ্পাদিত্য দাস বাপ্পাদিত্য দাস Reviewed by Pd on ডিসেম্বর ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.