বর্ধমান - লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৬

বর্ধমান - লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৬

বর্ধমান শহরের বুকে এই প্রথম আয়োজিত হল লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৬ । বর্ধমান সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে লিট‌্ল ম্যাগাজিন মেলা কমিটি ২৫শে নভেম্বর থেকে ২৭শে নভেম্বর এই তিনদিন ব্যাপী যে মেলার আয়োজন করেছেন আজ ছিল তার প্রথম দিন । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৬৭ টি লিট‌্ল ম্যাগাজিন সংস্থা এই মেলায় অংশ গ্রহন করে । 

উপস্থিত ছিলেন মুখ্য উপদেষ্টা মুফতি শামিম সৌকত, সভাপতি শ্যামলবরণ সাহা,  যুগ্ম সম্পাদক সুকান্ত দে, মানব বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন বর্ষীয়ান সাহিত্যিকগণ প্রমুখ। অতিথি বরণের  মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর অনুষ্ঠিত হয় বিভিন্ন কবির স্বরচিত কবিতাপাঠ, সাহিত্য আলোচনা । সকলে মিলে রেখায় - লেখায় - কথায় - আড্ডায় - গানে - গল্পে জম জমাট আজ প্রথম দিন।  প্রতিদিন দুপুর ২টো থেকে লিট‌্ল ম্যাগাজিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত ।









মেলা থেকে -
প্রতিনিধি, রুমকি রায় দত্ত। 


সদফ
বর্ধমান - লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৬ বর্ধমান - লিট‌্ল ম্যাগাজিন মেলা ২০১৬ Reviewed by Pd on নভেম্বর ২৫, ২০১৬ Rating: 5

২টি মন্তব্য:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.