সুমিত্রা পাল

সুমিত্রা পাল

তুমি আর আমি 

তুমি আর আমি
একা হলে-
তোমার দু'চোখে টলটল করে গভীর জলাশয়
কণ্ঠস্বরে লাগে আমলকী বনের কাঁপন।
চাউনিতে ফুটে ওঠে একটি দুটি করে রজনীগন্ধা
বাতাস হয়ে ওঠে কচিলেবুগন্ধী।

আমি ছটফট করে উঠি
অনেকটা নীল সমুদ্রের মত
আর সব সাদা পাতাগুলি, শিউলির মত
টুপটুপ করে ঝরে পড়ে তোমার মাথায়-শরীরে।
তখন তুমি দু'হাত বাড়ালে
দেখি, ঘন নীল এক আকাশ-
পাখির মত আমি উড়ে বেড়াই
সকাল থেকে সন্ধ্যা।

একসময় পৃথিবী যখন হই
মনে হয়, সব উদ্ভিদ-লতা-গুম্ম-নদী-পাহাড়-
আবার আমার জন্য জন্ম নেবে
আর আমি ধ্রুবতারার মত সত্য হয়ে উঠি
তোমায় দু'হাতে বেঁধে রাখি।



সুমিত্রা পাল সুমিত্রা পাল Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.