ত্রিনয়ন
ও চোখে তুমি কাজল পরো না
যার আলোতে ওরা জ্বালায় কামের বাতি
পৃথিবীর আলো নিভে গেছে সেদিন
যেদিন তোমার চোখের তারা আকাশ দেখেনি।
ও চোখ তুমি ঢেকোনা তোমার হাতে
তাতে যদি তারা নাই বা ফুটে ওঠে
কত তারাই তো নিঃশ্বেষ হয়ে গেছে
ব্ল্যাকহোলের সর্বগ্রাসী খিদের আগুনে পুড়ে।
জানি ও চোখে তুমি আর লজ্জা পাবে না
সব লালিমা খুন হয়ে গেছে ঝরে
অনুভূতি আর ভাষা তো পাবে না খুঁজে
অশ্রুজলের ঠিকানা যদি না মেলে।
সেই তারাদুটি মহাশূন্যে জ্বলছে ধিকিধিকি
তার জ্যোতিতে কপাল মাঝে ত্রিনয়ন তুমি আঁকো
সেই আলোতে পথ খুঁজে পেয়ে
চোখ গেল পাখী আর তো ডাকবে নাকো।
নন্দিনী পাল
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন