বিউটি সাহা

বিউটি সাহা

"কাঁচের দেওয়াল"

আকাশে শরৎ এর শুভ্র মেঘ
মাঠে মাঠে কাশফুলের দেখা
রাস্তায় নামবে মানুষের ঢল
কালো রাত্রি ঢেকে যাবে
আলোর রোশনাই তে ।

ভেসে আসবে গানের সুর
আনন্দে মেতে উঠবে বাংলা
শুধু কিছু মানুষ রয়ে যাবে
একইরকম ভাবে,সারাবছর
আশ্রয়হীন ,প্রায় উপোষী ।

তাদের অঙ্গে উঠবে না
নতুন কোনো বস্ত্র
পাবে না ভালো খাবার
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে
রেস্টুরেন্টের কাঁচের দেওয়াল দিয়ে।

আবারও কেটে যাবে আরও একটি
আনন্দমুখর শারদোৎসব ।




বিউটি সাহা বিউটি সাহা Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.