সমুদ্র যাত্রা
হাসনুহানা ফুটলেই চাঁদ
গা এলিয়ে দেয় মেঘের পালকে-
আমার সর্ব শরীর থেকে তখন
একশো নদী পায়ে পায়ে সমুদ্রের দিকে হেঁটে যায় ৷
আমি ভুলে যাই সকালের কাপ ডিস
কিংবা দুপুরের সর্ষে পমফ্রেট -
বিকেলের সব টেলিফোন ভুলে যাই
ভুলে যাই সন্ধ্যার সিরিয়াল
অথবা রূপোলী পর্দার নতুন কাহিনী ৷
রাত্রি ঘন হয়ে এলে তোর মুখ
পাঁচিলের ঘন লতানো শাখায়
লেখা হতে থাকে হাসনুহানার রূপকথা ৷
মেঘের পালকে দুধসাদা চাঁদ
শরীর এলিয়ে শুয়ে পড়ে আর
আমার সর্বশরীরে একশোখানা নদী
ডুব দিয়ে স্নান সেরে নেবে বলে
পায়ে পায়ে হেঁটে যায় তোর দিকে -
লবণাক্ত জলের এক সমুদ্রের দিকে ৷
মৌমি
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
সেপ্টেম্বর ৩০, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন