কৌশিক দাস



ফেরা

কত বসন্তে ঘর পুড়ে যায় ,
কত শ্রাবণে ভেসে যায় সংসার !
কত প্রেম স্মৃতি হয়ে ধূলো মাখে ,
আমি ফিরে যাই, তোর মুক্তির দরকার !!

সাথে নেই তোর পড়নের পাঞ্জাবী  ,
বাড়ি তে ফিরেই "বেলা " বলে সেই ডাক!
কি নিয়ে বাঁচবি রাত নেমে গেলে, তাই  ,
বুকে মাথা রাখা কুড়িটা বছর থাক  ।।

কৌশিক দাস কৌশিক দাস Reviewed by Pd on সেপ্টেম্বর ৩০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.