কার-নিশ
বিষুবরেখা থেকে একটি কার থামল। কার এবং কি তা নিয়ে এ গরিবস্য গরিবের চোখ ভাবে না।
আমি জানি আপনি তার চাকায় জড়িয়ে রাখেন একটি সতেজ অথচ নির্জন গাছ
নিয়মমাফিক দেন জল, হুইস্কি ছাড়াই এবং
মাফিয়ারাজ সম্বন্ধে গাড়িটির ব্রেক অবহিত নয় কিছু
এতএব, আপনার কারে আমি পা গলাই,
লকেট বাঁধি ও গলন্ত পা থেকে আমার মাংস
সেদ্ধ হতে দেখে আপনার বাইফোকাল দৃষ্টি।
৬/৬ ভিশন সে তো গাছ না দেখার ফল...
ফলের নাম ঝাপ্সা
রং ব্লার হয়ে যাওয়া অ্যাকোয়া গ্রীন
রকেটলঞ্চারসম গতিবেগ ছিন্নভিন্ন করে প্রেমিকাকে আপনার,
আপনি বেগ পান আর তা থেকে ভুলে যান ওই নির্জন গাছটির কথা
সেই গুল্মছায়া আমাকে দাঁড় করায়অশান্তিজনক পরিস্থিতির সামনে,
যতক্ষণে কার আমাকে গন্তব্যস্থান নির্ধারণ করে নামিয়ে রাখে রবার বুলেটের মতো।
১. মনে করার চেষ্টা করি সে গন্তব্য কার?
২. গতি থেকে ব্যক্ত করে কি সে?
৩. জানলা থেকে রেখে গেছে কি রঙের কমলা?
৪. তার জামার কোন পকেটে ঘোড়েল সমালোচক?
গাছটি বলে ওঠে দ্রতিসম্পন্ন ব্রেকডাউনের কিস্সা,
আপনি ব্যস্তসমস্ত হয়ে ওঠেন প্রেমিকাকে নিয়ে আপনার,
চোখ থেকে আপনার কামাই বোঝে মেয়েটি,
আমি এই সুযোগে কফি কালারের কার থেকে নেমে আসি,
আর কার কাছে যাই,
আর কার কাছে এলে আমার গুলিয়ে ওঠে যাত্রা
ও
আমি মেলোড্রামাটিক হই...
শুভ আঢ্য
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৬
Rating:

অগতানুগতিক দৃষ্টিভঙ্গী। আরো চলুক।
উত্তরমুছুনthank u jitesh da
মুছুন