হরিৎ বন্দ্যোপাধ্যায়

harit

এখন সময় 


       মঞ্চ থেকে হাত পা ছুঁড়ে, জানলা থেকে মুখ বাড়িয়ে, রাস্তা দিয়ে যেতে যেতে তোমরা মুখে কথার খই ফুটিয়েছ । হই হই করা সকাল থেকে চুপি চুপি সন্ধ্যে নামা পর্যন্ত তোমাদের অনেক কথাই আমার কানে এসেছে । একটা কথাও কারও কোনো কাজে লাগেনি । এবার তোমাদের প্রত্যেকের পাঁজরে ' বাতিল ' লিখে দেব । সকলের চলার অভিমুখ ঘুরিয়ে দেব আমারই দিকে । আরও অনেক কিছুই ঘটবে । তোমাদের ভূমিকা হবে একমাত্র দর্শকের । এতদিন ঘটে নি, এবার একের পর এক ঘটবে । কোনো অঘটন নয় ----- এটাই স্বাভাবিক ।









হরিৎ বন্দ্যোপাধ্যায়  হরিৎ বন্দ্যোপাধ্যায় Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.