গল্পে সীমানা ছাড়িয়ে





২০আগষ্ট, শনিবারের সন্ধ্যায়, এখন ডুয়ার্সের আড্ডাঘরে বসেছিল গল্প পাঠের আসর। শুধুমাত্র গল্পের খাতিরেই ওখানে হাজির হয়ে গেলেন দূর্গাপুর থেকে সৌম্যশঙ্কর বন্দোপাধ্যায়, যিনি জন্মসূত্রে সাহিত্যিক তারাশঙ্কর বন্দোপাধ্যায়'এর ক্রোমোজোম বহন করেছেন নিজের শরীরে।পড়লেন তার অনবদ্য "আকাশলীনা ও দধীচির ব্যাটন"গল্পটি। শিলিগুড়ি থেকে এলেন কবি সেবন্তী ঘোষ, যিনি একজন শক্তিশালী গল্পকারও তা আর একবার প্রমাণ করলেন তার "গন্ধ"গল্পটি শুনিয়ে।

স্থানীয়দের মধ্যে মৃগাঙ্ক ভট্টাচার্য'এর কুলধারা, তনুশ্রী পাল'এর যুদ্ধের মতো, মনিদীপা নন্দী বিশ্বাস'এর "প্রতিবিম্ব", তপতী বাগচী'র "পিকনিক, ইশা ও একটি জলচৌকি ", শাঁওলি দে'র "হলুদখাম",অনিন্দিতা গুপ্ত রায়'র"আজা নাচ লে", হিমি মিত্র রায়'র "কাগজ", দেবাশিস কুন্ডু'র নামহীন গল্পটিও ছিল চমকে দেওয়ার মত! প্রসঙ্গত পরবর্তী গল্প পাঠের আসর ১০ই সেপ্টেম্বর বসবে বলে স্থির করা হয়েছে।



 

তথ্য - শাঁওলি দে

গল্পে সীমানা ছাড়িয়ে গল্পে সীমানা ছাড়িয়ে Reviewed by Pd on আগস্ট ২৩, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.