রাখী পূরণিমায় তিস্তা নন্দিনী সাহিত্য পত্রিকার তরফ থেকে সদস্যরা প্রতি বছরের মতো এবারেও পৌঁছে গিয়েছিল অনুভব হোমের মেয়েদের কাছে।নিয়ে গিয়েছিল রাখী মিষ্টি আর স্কুল পড়ুয়াদের জন্য ১৫ টি ছাতা।
গানে কবিতায়, কথায় ও নাচে তাদের আজকের পুণ্য দিনে আনন্দ দিতে পেরে সকলেই খুশি। মেয়েরা নিজেদের হাতে তৈরি রাখী পরিয়ে , নিজেরা পায়েস রান্না করে আপ্যায়ন করেছে। সব শেষে নাচে গানে মাতিয়ে দিয়েছে উপস্থিত সবাইকেই। বিকেল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত নামলো তারাও খুশি মন নিয়ে ঘরে ফিরলো। কথানদী নামে এই হোমের মেয়েদের একটি হাতে লেখা পত্রিকাও আছে। কবিতায় আর কথায় ভরিয়ে রাখে ওরাই তার পাতাগুলো।
অনুভবে রাখীবন্ধন
Reviewed by Pd
on
আগস্ট ২৩, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ২৩, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন