তন্ময় দেব

tanmay

টোপ




টোপ

কতখানি গভীরে ছিপ ফেললে মাছ ওঠে? পরিমাপটা জানি না…
ফাতনায় আন্দোলন হলে টোপ গিলে ফেলে মাছ;
এটুকু জ্ঞাত

পিচ্ছিল আঁশ। মাছেরা ফসকে যায়…
বড়শির ডগায় ছাইমাখা কেঁচো;  টোপ,
কেঁপে ওঠে মরণসজ্জায়
আমার বেশ কিছু পোষা কেঁচো রয়েছে কাঁচের বয়ামে,
যাদের এককালে মেরুদণ্ড ছিল
বর্তমানে সবগুলি আমার টোপ…



তন্ময় দেব তন্ময় দেব Reviewed by Pd on জুলাই ২৫, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.