এখনো
তুমি কি এখনো স্বপ্ন দেখো?
মনের ভেতর রঙিন তুলি টানো?
তুমি কি এখনো গোলাপ ভালোবাসো?
চলন্ত বিদ্যুতের তারে চিঠি ছারো?
তুমি কি এখনো প্রেমের কবিতা আঁকো?
পাড়ার চায়ের দোকানে সুনামি টানো?
তুমি কি এখনো ভোরের ফুল তোলো?
পাঁচতলার ঘর থেকে বেতারে কান পাতো?
তুমি কি এখনো পুরনো বইয়ের ভাজে চিঠি পড়ো?
বেরিয়ে পরার আগে সে পায়ে হাত রাখো?
তুমি কি এখনো চাঁদার রসিদে নাম তোলো?
ব্রতচারী পাঠে গাছ হয়ে তাকিয়ে থাকো?
তুমি কি এখনো টম টম গাড়ি মেলাতে খোঁজো?
বনভোজনে কমলা খোসা অন্য চোখে ভিজতে দাও?
তুমি কি এখনো আগের মতোই শেষ ট্রেনে?
ফিরতে পথে চাঁদের আলো নিয়ে ঘরে ঢোকো?
সোমনাথ গুহ
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:
Reviewed by Pd
on
জুলাই ২৫, ২০১৬
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন