রত্নদীপা দে ঘোষ

ratnadipa

অফবিট

বুকের নির্দিষ্ট বুকে
হাত রাখলেই স্তন
খরগোসের গ্রীবা নরম ত্রুটিহীন

এতগুলি বছরেও একইভাবে
জেগে থাকা
জাগিয়ে রাখা তোমার ভীরু সন্ত্রাস
কাগজের নৌকোর ভেতরে শুয়ে

জেগে দেখি
তুমি আছ ভাল অনত্র
অন্য রমণীদের খাচ্ছ
ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে
গোল গোল মরিচ ছড়িয়ে
এমনকি শিশুমেয়েদেরও নরম হাড়
সল্মা আর চুমকি আর জংগল লাগোয়া
জরিদার পাইথন

এক পা দু পা
তোমার অফবিট সমগ্র
যেন চিলাপাতা অরণ্যটি
এক নিঃশ্বাসে
রাজহাঁসের চড়ুইভাতি
চিবিয়ে চিবিয়ে খাচ্ছে



রত্নদীপা দে ঘোষ  রত্নদীপা দে ঘোষ Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.