কোয়েলী ঘোষ

koyeli

নারী ও পুরুষ 

অন্দর থেকে বাইরে এসেছ
বাইরে থেকে অন্দরে ,
দেবী থেকে তুমি মানবী হয়েছ
রমনী হয়েছ অন্তরে ।

উর্বশী হয়ে জাগালে শরীর
মাধুর্য ঝরে স্বরূপে ,
পূর্ণতা পেলে তুমি যে রমনী
পুরুষ পার্শ্বে অরুপে ।

নারীবাদী তুমি কখনও হয়েছ
হয়েও বক্ষলগ্না ,
বোধে বুদ্ধিতে স্বাধীন আলোকে
অপরুপা অনন্যা ।

আধেক আকাশে তুমি আছ জেগে
বাকী অর্ধেক পুরুষে ,
মিশে গেলে দেখো অঝোর ধারায়
বৃষ্টি নামে কি হরষে !




কোয়েলী ঘোষ কোয়েলী ঘোষ Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.