রত্না ঘোষ

ratna

ঈশ্বর  এবং

আমি নিশ্চিত জানি আমি ঠিক। শুধু  ভয় পেয়ে যাওয়া আওয়াজ টা ইঁদুরের না ধুরন্ধর খুনির সেটুকু খুঁজে বের করতে পারলেই...

আশ্চর্যের ব্যাপার তখন আমি আত্মহত্যা করছি এরকম  একটা প্রলাপ গেয়ে গেয়ে যাচ্ছি, আর সেটা ছিল জীবনের  একটাই সন্ধ্যা যে আমার সাথে রাত খুঁটে খেতে খেতে...

আমি বলেছি তোমাকে, ছুঁয়ে দেখেছি অনুপস্থিতি, যেন,  আলুথালু ডুবন্ত জাহাজ, নির্মম করে দেয়

পরে কল্পনা করে দেখেছি তোমার  প্রতি তেমন বিশ্বাস ছিল না বলে নিজেকে খুন করার জন্য একটা শব্দ শূন্যতা দরকার ছিল

এর পর থেকেই আমি ঈশ্বর'কে বোঝাতে থাকি আত্মহত্যা করার জন্যই নিজেকে খুন করতে হয় মানুষকে, আর যাতে শাস্তি পেতে না হয় তার জন্যই আত্মহত্যা করে নিতে হয়




রত্না ঘোষ রত্না ঘোষ Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.