জাকিয়া জেসমিন যূথী

zakiya


অমরত্বের সাধ

মরণ ভোলায় না মোরে ছেড়ে যেতে এই সুন্দর ভুবনে মানবের আত্মা-মন-মননে নিজেরে জীবিত যে চাই,
এক আকাশ ভরা বৃষ্টি আর রোদ্দুর ছাওয়া কাননে মন আমার যায় হেসে খেলে, বাঁচবার সুখ পাই
এথায় সবাই মিলে বাঁধে বাসা ভালোবাসার রঙ্গে সংসারের সব দুঃখ–ক্লেশ বহু দূরের গীতময়,
সুখ পাখি রূপ সুখের ছোঁয়া বুলিয়ে যায় অঙ্গে রচে যাই মোর হৃদয় কথা অমর রচনায়।

জানি না কতটা থাকবো বেঁচে তোমাদের হৃদয়ে ভালোবাসা বিলাবো অম্লান অকাতরে তব,
তোমরা দিয়ো যতটা পারো রেখো বা মননে বাঁচি বা না বাঁচি সকলের সুখে দুখে রব
আত্মার বন্ধনে বেঁধে রেখো যতনে ওগো মোর সই কোন একদিন আমিও যদি বা ঐ দূর দেশে হারাই ...






জাকিয়া জেসমিন যূথী  জাকিয়া জেসমিন যূথী Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.