মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

kabir



ভালোবাসার বাজারমূল্য 

টাকার কোন জাত নাই, কালোটাকা কালো হতে দেখিনি কখনো
বাজার চিনে না উৎসমুখ, মুদ্রামানই সারকথা।

মনে পড়ছে হাইডপার্কে সুন্দরী যৌনকর্মীর ছবক -
'দেহের বাজার মূল্য আছে, আদিতেও ছিল, থাকবে শেষটায়ও
থাকে ততদিন যতদিন সৌষ্ঠব থাকে ... শুধু নারীর নয়, পুরুষেরও।'
দীর্ঘশ্বাস ফেলে আরো বলেছিল, ' তবে ভালোবাসার কোন বাজারমূল্য নেই ...
কষ্মিনকালে ছিল না, কখনো হবে না ... তাই তো সবাই আয়নায় চোখ মেলে দেখে।'



অসময়ের সময় 

উসখু-খুসখু অবয়বে সময়ের ঘোড়দৌড়
প্রশ্নবোধক হয়ে আগলাই তাকে -
সম্বিতে বলে উঠে, 'বাস্তুভিটায় ঘুঘু চরেছে, ছিন্নমূল আমি, সূর্যও ভুলে গেছে হিসেবনিকেশ...
অসময়েরই সময় এখন।'

আমাকে পাশে রেখেই স্মার্টফোনে মৌটুসি নেচে ওঠে।




মোহাম্মদ আন্ওয়ারুল কবীর মোহাম্মদ আন্ওয়ারুল কবীর Reviewed by Pd on জুন ২০, ২০১৬ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.