স্নেহা

জলপাথরের ঠোঁট 
আজ যেন কি বার...?
ধর্ষিত শব্দের হাহাকার
ফিরে আসে বারবার
সেই উত্তোলঙ্গ সময়।
আমরা নির্লজ্জ মেঘের মত
আকাশে উড়তে থাকি,
ক্যানভাসের রিক্ত সুতোয়
রঙ্গিলা বিদ্রূপ আঁকি,
সভ্যতার সুপ্ত আড়ালে
গুপ্ত মুখোশ রাখি।
সমোচ্চারিত শব্দের যোনিতে
বেহায়াপনার বুঝি ঢেঁড় বাকি !!
আকাশে মুখ তুলে
যে নির্বাসিত জলচোখ
মেঘের শব্দে ভেঙে যায়,
সেই জলপাথরের ঠোঁট
হিরণ্ময়ে খান খান হয়..... ...
আকাশেরা রঙ পালটায়
তাঁরারা উল্কাতে বদলায়
নদীরা ক্ষয়ে ক্ষয়ে যায়
পাখিরা শোকার্ত হয়
আর ছায়ারা কেঁদে কেঁদে কয়—
আমি তো পুরুষ নই, আমি নারী
আমারে কে বাঁচায়..... ...?



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ