কৌশিক গাঙ্গুলি



"কলিকালের কুরুক্ষেত্র " 


আসুন যুধিষ্ঠির এই কলিকালে সসম্মানে জায়গা নিন দুর্মতি দূর্যোধনের পাশে ,
সত্য এখন মিথ্যার তূণীরে বাধা দিবাস্বপ্ন , শকুনি নিত্যসময় পাশার ঘুটির কারসাজিতে প্রশাসনের ঝুঁটি ধরে করে অসহায় -
আজকাল প্রতিদিনই কুরুক্ষেত্র দুঃসময় ।

ভীস্মের প্রতিজ্ঞা বোকারাও করেনা এখন , অন্ধ ধৃতরাষ্ট্র প্রত্যেক ঘরে উসকে দেয় ভীমদের মৃত্যু গহ্ববরে ।
তৃতীয় পান্ডব আশ্রয় পায় রাজছত্রতলে , দ্রৌপদী ভাঙন আনে সুখী যৌথ পরিবারে ।
ভীষন কদর এখন কর্ণের ব্যাবসায়ী মহলে , কবচকুন্ডল বেঁচেন গল্পের মোড়কে চড়াদামে ।

শুনুন ব্যাসদেব আমার কথা স্বাক্ষী চতুর কৃষ্ণ , আর একলব্য দেবে না অঙ্গুলি বিসর্জন ,
তার অস্ত্র সাধনা চলে নিরন্তর গোপনে ।
আজকের মহাভারতে তার ভূমিকা অন্য ইতিহাস লিখবে ,
বিবেক থেকে বাস্তবে ঝলসাবে শাণিত ইস্পাত .....  ।


পরিচিতি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ