মৌমিতা চন্দ

moumita












শিরোনামহীন

 


এমন ই কথা ছিল জানি -

চূর্ণী নদীর অশীতিপর ঘাটে
আলগোছে ভেসে থাকবে শ্যাওলা রং নৌকা,
হলুদাভ ঘাস পায়ে উচ্ছল নূপুর
বিষণ্ণ এসে উঠবে তাতে

বৃষ্টি বাদল বিরহ- এসব বাজে কথা
প্রশ্রয় পেলেই মাথায় ওঠে সব

আমি সৃষ্টি খুঁজি তাই..
মিলেমিশে একান্নবর্তী,
অশান্ত সমুদ্রে অচিরেই এনে দিই সবুজদ্বীপ
হাওয়া চিরে গলা ওঠাই..
         " বেঁচে থাকাই বা মন্দ কি?"

সহস্র রাত নতুন কাটে -
হাসি আসে না আর..
পরিধিচক্রে, যেখানে-
আমি তুমি শব্দদুটি কল্পনায় অনায়াসে মেশে
এখানে কুমিরদাঁতে নেকুপুষু প্রেমে
আধফোটা নূপুর সারাদিন পেষে ...



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ