মোহাম্মদ আন্‌ওয়ারুল কবীর

kabir









অণুকাব্য 




এক।
গঙ্গা জলে ফেলেছো মুছে গোপনবাসর?

আদৌ কি মুছে!

চেয়ে দ্যাখো ভেতরে তোমার-
পর্দায় ভাসছে রমণের ছবি।

দুই।
থাক না খাদটুকু ! জড়োয়া গহনায় মানিয়েছে তো বেশ।

সত্য আরকে মিথ্যে বিন্দু, এই তো জীবন।

তিন।
সূর্যের দিকে তাকাই না আর
বেটা বড়ই খতরনাক-
সময় দিয়ে মাপে
তোমার আমার ভালোবাসা।

চার।
জন্মান্তরে বৃক্ষ হয়ে যাওয়া মানবের চোখে আলো ফেলে জেনেছি
মৃতেরা কখনো ভুল বলে না -

বৃক্ষ হয়েই না হয় শোনাবো পরম সত্য।

পাচ।
কবরফলকে রেখে যাও হাতের পরশ
আল্লাহর কসম, চাই না আর কিছু;

তুমিই হবে আমার অনন্ত পাঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ