সৌমেন্দ্রনাথ গুহরায়













শব্দ



ঢেউ ভাঙার শব্দে শুধুই বিষাদ
মেঘ ভাঙার শব্দে
ভাঙনের আর্তনাদ
হৃদয় ভাঙনে
শিকড়ের উৎপাটনের শীৎকার
ভাঙা আর্শিতে টুকরো টুকরো অবয়ব
ভোর ভেঙে
প্রথম প্রভাতে তোমার সলাজ লাজে
নিজেকেই খুঁজে ফেরা
এলোমেলো হাওয়ায় উতরোল

শাব্দিক আলোড়নে শার্দুল বিহ্বল
শব্দহীন শশ্মানে
মৃত্যুকে ছুঁয়ে থেকে
অনিবার্য
শুধুই কবিতার উচ্চারন




সৌমেন্দ্রনাথ গুহরায় সৌমেন্দ্রনাথ গুহরায় Reviewed by Pd on অক্টোবর ০৬, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.