চাই
বিষাদে পুড়ছে হৃদয় মোর
খোল প্রিয়ে খোল হৃদয়ের দোর ।
ভালোবাসার অধীকারে দিয়ে যাও ধুলি
কোনদিনও যেনো না যাই পরস্পরকে ভুলি।
শেষ যেনো নাহয় প্রিয়ে দু নয়নের নজর
লেগে রবো অক্টোপাস;সন্ধ্যে থেকে ফজর !
আমার পলায়ন হোক তোমার ঐ কালো কেশে
আমার ঠিকানা যেনো হয় তোমাতেই অবশেষে।
থাকতে পারি যেনো তোমাতেই মেশে
কাটাতে জীবন চাই হেসে-হেসে ;ভালোবেসে ।
অসহনশীল
অসহ্য যন্ত্রনায় মনের অবস্থা
অসহনশীল হচ্ছে ক্রমাগত !
স্বার্থান্বেষী মহলের উৎপীড়ন
ভাল্লাগেনা আর।
অযোগ্যদের হাতে আর কতকাল
সৃজনশীলতা ? সৃজনশীলতার নামে
ওরা বিবেক বেচেঁ খায়;খাচ্ছে !
ওদের মুখের বুলিতেই শুধু মুধু
ভেতরটার সবটা জড়েই বিষ !
কতেক শকুন ওদের উচ্ছিষ্টটুকুই
চেটেপুটে খাচ্ছে দেদারছে.....!
সমাজ
হায়রে সমাজ !
আজো তুই মানুষ হইলিনা !
আরে মানুষরাই তো আজো মানুষ হলোনা
বেবাক!
অসহায় আজ সত্যবাদী ।
নির্লজ্জ বেহায়াদের দখলে
অলিগলি সবটা !
বেদখল
বেদখল হয়ে যাচ্ছে আজ
আমাদের স্বচ্ছল মানচিত্র
যেখানে বিশ্বাসে ছিল পরিপুর্ণ
বেহিসেবি আনন্দ আর প্রেমের ফুল্গধারা ।
আমরা আজ
এতো বেশী হিসেবি যে
নেই ফুসরত কোনই ; মাতোয়ারা
গল্পবাজীর !আমিষে টইটম্বুর চারদিক
অথচ নিরামিষভোজীর দাবীদার
গননা বির্হিভুত ।
ঘনিভুত হচ্ছে সত্যিটা আজ-
আমরা খুব বেশীই স্বার্থপর আর
ব্যাক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছি
দিনকে দিন...!
বিচার ছাড়াই হায়রে
এই দেশে ভাই মরে মানুষ
বিচার ছাড়াই হায়রে !
ক্রস্ ফায়ার আর লস্ ফায়ারে
চল(বুলেট)কুড়াঁতে যাইরে !
আইন-আদালত থাকার পরও
ঝরছে জীবন অকালে
দোষ প্রমানের আগেই মরন
বিকাল-রাত্রী-সকালে !
‘হয়নি ক্ষতি আমাররে ভাই
লোকটা ছিল ভিন্ন’
নিজের ছাড়া ভাবছেনা কেউ
তাই-মানবতা হয় ছিন্ন !
গান
তুমি ছাড়াযে বাচা হলো দায়
বলো কোন সাধনে তোমায় আমার করে পাই ?
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
ভাবনা জুড়েই আছো তুমি
তুমি ছাড়া হৃদয় মুরুভুমি
তোমাকে ছাড়া প্রিয়ে মন নাহী কিছু চায়।
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
এভাবে কতো আর বলো পুড়াবে এ মন
ছেড়ে যাবোনা কোনদিন এইতো আমার পণ
তুমি ছাড়া বন্ধু ওগো অামারতো কেউ নাই।
তুমি ছাড়া আজ বাঁচা হলো দায় ।।
বেঁচে থাকতে চাইযে তোমায় চাই মরনের পরও
মান ভুলিয়া ও সোহাগী হাতটি এবার ধরো ।
সব ভুলে চলো বন্ধু আমরা পালিয়ে যায় ।
তুমি ছাড়াযে আজ বাচা হলো দায় ।।
সফিউল্লাহ আনসারী
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন