"অন্য প্রেমের গল্প"
বেশ বুঝতে পারছি ধীরে ধীরে মুছে যাচ্ছ
তোমার নির্জনতা মুছে দিচ্ছে অামার সমস্ত অনুভূতি
অার অামি শিশে যাচ্ছি শহুরে ব্যস্ততার ভীড়ে
স্ট্রীটলাইটের অালোয় যেটুকুও ভেসে ওঠো তুমি সে টুকুও বড় ঝাপসা
স্বপ্নেও অাজকাল দেখতে পাই না তোমায়
এ যেন ঘুম থেকে জেগে ওঠার মুহূর্ত
শেষ থেকে অাবার শুরু অন্যপ্রেমের গল্প
হঠাৎ বৃষ্টির মতই তুমি অনির্বাণ
ভিজিয়ে গেলে সমস্ত স্নায়ু
পাতা ঝরা রোদে পাশাপাশি দুজনে
বেশ মিলিয়ে ছিলেম সমান্তরালে
যে ধূলোমাখা বসন্ত এনেছিলে
বুক পকেটের সমস্তটা জুড়ে
তার কিছুটা তুলে রেখেছি নীলকুঠরীর অন্তরালে
চিরকূটে অাঁকা দূরে যাওয়ার অনুভূতি
অার সমস্ত নি:স্তব্ধতা ভেঙে চুরমার করে
অনির্বাণ জড়িয়ে রইল পায়ে পায়ে...
অনু সঞ্জনা সোম ঘোষ
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন