"স্বাধীনতা ও জরায়ু "
স্বাধীনতা তোমার জরায়ু থেকে আমার জন্য
জন্ম নিয়েছে এক খন্ড দাসত্ব ...তবুও
নেমেছি রাস্তায় প্যান্টের পকেটে হাত রেখে
আমার কর্মে ,আমার গর্বে আর হতাশায়
নেই কেউ চারপাশ জুড়ে আমার
যদি একটু আগুনও থাকতো ভিতরে আমার....!
জীবন করেনা ক্ষমা তাই মিথ্যা অঙ্গীকার থাক
নেই কেউ নেই চারপশে আমার
একটু খানি আগুন যদি আমার ভিতর থাকতো
ভিতর জুড়ে কান্না
শুধু একা পেছনে কিছু অন্ধকার অতীত
সূর্য এই নবীন কবিকে সময় দিয়েছে খেলার
সবুজ সোনালি প্রন্তরে
সময় আমাকে আবদ্ধ করেছে জীবন ও মৃত্যুর মাঝে
কারো পরোয়া করিনা আমি...আকাশের সাথে আমার লেনদেন।
ছুটে যাবে মাঠ পার হয়ে দিগন্ত সীমায়
ফুরিয়ে যায় জীবন ছায়াবাজির মতো
প্রাণপণে বাঁচার চেষ্টা
জড়িয়ে রেখে উইলো শিকড়ে
রাতের গোপন কন্দন হতে ছাড়া পায় অন্ধকার
কার্তিক আকাশে ঝিকিমিকি নিস্তরঙ্গ জলের আয়না
সাঁতার কেটে কেটে শীতল হ্রদে
ক্লান্তিহীন প্রণয় নিবেদনে
সেখানে স্বপ্নের মতো তারই রূপ
হৃদয়সুদ্ধু পুড়িয়ে আনবো দীর্ঘ জ্বালা
অন্য ভূবনের মানচিত্র এখন পৃথিবীর পর পৃথিবী দেখায়
শপথ নিলাম আমার সকল শক্তি
অন্ধকার দাসত্ব থেকে পৃথিবীকে মুক্ত করতে
যেমন রক্তপাতে আর্তনাদে
হয়েছিলো বধ্যভূমি সারাটা দেশ
লাবণ্য ঝুলে থাক আকাশে
দিবস হয়ে উঠুক গম্ভীর স্নিগ্ধ
বহমান এই জীবনটারে দাও শান্তি....!
জীবন কন্টকের উপর নিপতিত আমি রক্ত ঝরছে আমার
যেখানে মেঘমালা উজ্জ্বল হতে থাকে
সেখানে তুমি ভাসমান উড়ন্ত
ডুবন্ত সূর্যের
সূর্যস্তে উদ্ভাসিত শিশিরাক্ত বর্ষিত বিন্দুতে।
মোঃ সরোয়ার জাহান
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
অক্টোবর ০৬, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন