রীতা ঘোষ

rita




রিপোর্ট 




বেশ কিছুদিন যাবত্ প্রেম নিখোঁজ ,
নিরুদ্দেশের রিপোর্ট বলতে ...
কয়েক ফোঁটা মনখারাপি বৃষ্টি
ফিকে হয়ে যাওয়া কিছু স্মৃতি
আর অসংখ্য কথার ভ্রূণ হত্যা ...
যা আবেগের ঔরসে, অনুভবের প্রজননে,
মনের গর্ভে দানা বাঁধে
কিন্তু প্রসব হবার আগেই মৃত্যুর কোলে ঢলে পরে ...
আচ্ছা, ওদের কি হত্যা করা হয়, নাকি আত্মহত্যা!




টানেল 




তুমি আমায় ভুল বুঝতেই পারো
সেদিন আমিও বুঝেছিলাম, ঈশ্বরকে ...
আঁধারের সমুদ্র মন্থন শেষে, আলোকের অমৃত পাত্র হস্তে
আমি তো ঈশ্বরী হতে চাই নি ,
চেয়েছি কবিতা হতে...

ঝিনুকের বুকে লুকোনো কান্নাই যে, ঝলমলে হাসির মুক্তোদানা
তুমিও ঠিক বুঝবে একদিন, যেমন আমি বুঝেছি ...
আর সেদিনই হবে ভালবাসার শাপমোচন ।
জীবনপথে তুমি সুড়ঙ্গ পথ যাত্রী এখন ...!



হাতছানি 




ও খোকা ! এবার তুইও সাবধান হ ।
শরীরী খাঁজ তো খুকুর অভিশাপ...
স্বল্প পরিধান, আগুনে ঘি...
এমনটাই বলেছিল সমাজ সেদিন ।
কামাগ্নির ধোঁয়ায় অন্ধ লিঙ্গভেদ !
নাকি সমকামিতার নেশায় বুঁদ্‌...
শয়তানের থাবায় রক্তাক্ত ভবিষ্যৎ !
এবার তোর সাবধান হবার পালা...
'' না '' বলা মানা !!



কবি পরিচয় 





ছুটতে ছুটতে পেরিয়ে এসেছি
শৈশব, কৈশোর, যৌবন ...
প্রৌঢ়ত্ব ছুঁতেই হুঁশ হয় ,
কে আমি ! কিবা পরিচয় !
অমুক বাবুর মেয়ে থেকে তমুক বাড়ির বৌ !
হেঁসেল আর আঁতুর ঘরই আমার পরিচয় !!
শুরু হয় সত্তার লড়াই .......
সম্মানের, অধিকারের, সর্বোপরি শান্তি রক্ষার...
কলম অস্ত্র ধরতেই বুঝি, পাশে কেউ নেই আর ।
কর্তব্য ও অস্তিত্বের দ্বন্দ্বে শারীরিক অবক্ষয় .....
মৃত্যুর বুকে লিখে যাই শেষে-"কবি পরিচয় !‘’



রীতা ঘোষ রীতা ঘোষ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

সুচিন্তিত মতামত দিন

banner image
Blogger দ্বারা পরিচালিত.