মৌমিতা চন্দ

122
প্রেমিক




সর্বশেষ প্রেমিকটি আমাকে একলপ্তে এনে দিয়েছিল অজস্র জন্মদিন,
হাতে দিয়েছিল একছড়া লাজুক কবিতা..
ফুলেল কবিতা

দরবারী উঠোনের কোনে কোনে তখন ভীমপলশ্রী রাগে-
ঝরেছিল আমার প্রিয় কবির সার্বিক সততা

একটিও অশ্রু না গিলে বলেছিলাম-
" বুঝেছি সব.. ভালোবাসতো তবু? "

প্রেমিক হেসেছিল..
চুল ছুঁয়ে, গাল ছুঁয়ে দিক ভুলিয়েছিল -
" আঙুর ক্ষেত ওদিকেই"

দ্রাক্ষাবনে তখন একটিও মধু ছিল না...



মৌমিতা চন্দ মৌমিতা চন্দ Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.