প্রেমিক
সর্বশেষ প্রেমিকটি আমাকে একলপ্তে এনে দিয়েছিল অজস্র জন্মদিন,
হাতে দিয়েছিল একছড়া লাজুক কবিতা..
ফুলেল কবিতা
দরবারী উঠোনের কোনে কোনে তখন ভীমপলশ্রী রাগে-
ঝরেছিল আমার প্রিয় কবির সার্বিক সততা
একটিও অশ্রু না গিলে বলেছিলাম-
" বুঝেছি সব.. ভালোবাসতো তবু? "
প্রেমিক হেসেছিল..
চুল ছুঁয়ে, গাল ছুঁয়ে দিক ভুলিয়েছিল -
" আঙুর ক্ষেত ওদিকেই"
দ্রাক্ষাবনে তখন একটিও মধু ছিল না...
সর্বশেষ প্রেমিকটি আমাকে একলপ্তে এনে দিয়েছিল অজস্র জন্মদিন,
হাতে দিয়েছিল একছড়া লাজুক কবিতা..
ফুলেল কবিতা
দরবারী উঠোনের কোনে কোনে তখন ভীমপলশ্রী রাগে-
ঝরেছিল আমার প্রিয় কবির সার্বিক সততা
একটিও অশ্রু না গিলে বলেছিলাম-
" বুঝেছি সব.. ভালোবাসতো তবু? "
প্রেমিক হেসেছিল..
চুল ছুঁয়ে, গাল ছুঁয়ে দিক ভুলিয়েছিল -
" আঙুর ক্ষেত ওদিকেই"
দ্রাক্ষাবনে তখন একটিও মধু ছিল না...
মৌমিতা চন্দ
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
