মাহমুদ নজির

nojir








দুষ্ট




সম্ভবত
আকাশের তারাগুলো
এক এক করে ঝরে পড়ছিল
তখন মাটিতে। যখন তুমি
হাসতে হাসতে বলছিলে
এই, আর দুষ্টামি করোনা।
আমি তখন অবাক বিস্ময়ে
তারাগুলো সব গুনে গুনে
পকেট ভরছিলাম। আর
বলছিলাম মোনালিসা
তোমার হাসিতে এতো, এতো
তারা ঝরে...? তুমি তখন
একটি কথায় বলছিলে বারবার
দিনেদিনে দুষ্ট হয়ে যাচ্ছে খুব!
সেই থেকে আমি ভীষণ দুষ্ট...



যদি বলো


যদি  বলো স্বপ্ন দেখতে পারি
তোমাকে নিয়ে, লিখতে পারি
শ্বাশত প্রেমের কবিতা। অসংখ্য
স্বপ্ন কুড়িয়ে কুড়িয়ে প্রতিদিন
জড়ো করতে পারি হাতের মুঠোয়।
এই ভরমৌসুমেও বিরতিহীন
সাঁতার কেটে কেটে নদী পার
হতে পারি নির্ভয়ে। আকাশের
নীল ছুঁয়ে উড়ে যেতে পারি
তোমার ঠিকানায়। যদি বলো
গাইতে পারি গান, নামধরে
ডাকতে পারি তোমায়
দিনে,নিশিতে,ভোরে।
ভালোবেসে বুকের  খাঁচায়
জড়িয়ে রাখতে পারি
প্রিয় আদরে। যদি বলো
আমরণ হতে পারি তোমার।


মাহমুদ নজির  মাহমুদ নজির Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.