বিপ্লব গঙ্গোপাধ্যায়

biplab






স্বপ্ন বিক্ষোভ



ঘুম আর জেগে থাকার মাঝে
একটু স্পেস
তুমি এখানে কল্পনা বসাতে পারো জলরঙে
কাদামাটির মানচিত্রে
ডানা মেলছে শস্যক্ষেত

তোমার ভাত শিকারের গল্পে
কোন কাকতাড়ুয়া নেই
পায়ে পায়ে যুদ্ধক্ষেত্র

ঘুম নয়
জেগে থাকার অলিন্দে
স্বপ্ন অথবা বিক্ষোভ ।



বিপ্লব গঙ্গোপাধ্যায় বিপ্লব গঙ্গোপাধ্যায় Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.