মৌ দাশগুপ্তা

eeee



স্বাধীনতা-১

স্বাধীনতার মানে জানিস বিলু?
হুউউউ...জানিনা আবার? রাস্তায় দেদার কাগজের তেরঙ্গা ঝোলে যেদিন গো.. হুই হোতায় মাইকে হুড়ুমদুরুম গান টান হয়..কত লোক চেঁচিয়ে মেচিয়ে কত কথা বলে..বিনিমাগনা বোঁদে জিলিপি ও দেয় আর হি হি হি..  আর ...জোরে জোরে বলে কি " বোঁদে না খেয়ে মাথা গরম"...

স্বাধীনতা-২

কেন যে ছাতার পনেরোই আগস্টটা ওয়ার্কিং ডে তে পড়ে!! উনি তো বেলা এগারোটা অব্ধি বিছানায় গড়িয়ে ছুটি কাটাবেন আর আমার হবে ওভারটাইম ডে.. খালি এটা রাঁধো আর ওটা রাঁধো..তার ওপর বাচ্চাদের ছুটি..তাদের তাল মেটাও.. ননদ নন্দাই দুজনের ছুটি বলে আবার বিকেলটাও ঘরে আটকে থাকো.. ধুত্তেরি..স্বাধীনতার দিনেও দেখি আমার আর স্বাধীনতা নেই...

স্বাধীনতা-৩

গল্প বলো দিদুন.. রাজারাণী পক্ষীরাজ...
এই সাতসকালে গল্প? মা যে বকবে সোনা..যাও পড়তে বোসো..তোমার ম্যাথের স্যার এক্ষুণি এসে পড়বেন..
তুমি কি বোকা দিদুন..আজ তো পনেরোই আগস্ট গো..আমাদের স্বাধীনতার দিন..আজ আমার ছুটি..স্কুলে ছুটি..টিউশন ক্লাশের ছুটি... আঁকা শেখায় ছুটি..সাঁতার শেখায় ছুটি..নাচের মিসও আজ ছুটি দিয়েছেন..কি মজা বলো? আজ আমি ইচ্ছে মত খেলব .. ঘুমাবো..গান গাইবো..টিভি দেখব.. এখন আমার খুব গল্প শুনতে ইচ্ছে হচ্ছে দিদুন.. একটা রাজা রাণীর গল্প বলো না..

স্বাধীনতা-৪

জানিস রাই..এবার শনিবার পড়েছে আমাদের ইন্ডিপেন্স দে....মানে শনি রবি পরপর দু'দিন ছুটি তারপর বাংলাবনধ..তাই মা বললো সেই ফাঁকে আমরাও তাহলে চট করে মন্দারমণি ঘুরে আসবো..মামাবাড়ীর সবাইও যাবে জানিস? কি মজাই না হবে..আমার তো এখন থেকে আনন্দে নাচতে ইচ্ছে হচ্ছে..তোরা কোথায় যাবিরে ...

কি করে আর যাবো বল..আমার বাবা তো কলকাতা পুলিশের ইন্সপেক্টর..বাবার তো ছুটি নেই ই উল্টে স্পেশাল ডিউটির জন্য  দু তিনদিন হয়ত বাইরে বাইরেই ঘুরবে.. আমার না তাই এই ছুটিগুলো একটুও ভাল্লাগে না..

স্বাধীনতা-৫

এই  শুনছ..মজা দেখবে এসো না..কি পড়ে পড়ে ঘুমাচ্ছ তখন থেকে..
আরে বাবা আজ পনেরোই আগস্ট বলে ফোকটে একটা ছুটি পেয়েছি..একটু ঘুমাতে তো দাও...বিকেল থেকে তো সিনেমা বাপের বাড়ি মার্কেটিং করে মাথা খাবে..
শোনোই না..শীলবাবুদের ভাঙা বাড়ীটায় নীড় বলে যে বুড়োবুড়িদের থাকার জায়গাটা আছে না সেখানে তো একেবারে মেলা বসে গেছে.. গাড়ি চেপে লোকজন আসছে যাচ্ছে.. মাইক বাজছে..গেটের সামনে দাঁড়িরে কেউ কেউ আবার ফটোও তুলছে..দেখবে চলো..
ধুত্তেরি ও তো বছরে দুবার তিনবার এমনিই দেখতে পাই..পয়সায়ালা ঘরের বাবুবিবি লোকাল পাট্টির দাদারা সব ঘোলা জলে মাছ ধরতে আসে তো.. নতুন পুরোনো কাপড়জামাটামা দেবে..কি মিষ্টি ফলটল তারপর দেবার সময় হাসিমুখে ঘাড় বেঁকিয়ে ফটো টটো তুলবে...
তারপর?? তারপর আবার কি? ফেসবুকে স্ট্যাটাস.দেবে কি কাগজ টাগজে ছাপা হবে..সস্তা পাবলিসিটি..সকাল সকাল দিলে তো ঘুমটা চটকে..সাধে কি বলে বিয়ে করলে পুরুষদের আর স্বাধীনতা থাকে না..তা সে পনেরোই আগস্টই হোক কি অন্যদিন!!


90
পরিচিতি 



মৌ দাশগুপ্তা মৌ দাশগুপ্তা Reviewed by Pd on আগস্ট ১৫, ২০১৫ Rating: 5

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সুচিন্তিত মতামত দিন

Blogger দ্বারা পরিচালিত.