খোলস ছেড়েছে যে একাধিক নিজেকে
যদিও ধ্রুব পটভূমিতে আনকোরা রঙিন প্রচ্ছদ
চিত্রপটে জঞ্জাল ছিলনা তবুও সময় মন্থনে
নির্মিত হয় নৈমিত্যিক জীবনের যাবতীয় সুচিপত্র
রচিত হতে থাকে নাটকের পর নাটক।
বলা যায় মেলড্রামা, জাগে উৎকণ্ঠিত চেতয়ায় সংশয়
তখনই হতাশার বিনুনিটা ক্রমেই বিস্তৃত হয় গভীর থেকে গভীরে
আরব্যরজনীর চেয়েও দীর্ঘ সেইসব গল্প
অতঃপর তক্ষকের ডাকে অপয়া রাত্রির বুকে
আড়মোড়া ভাঙে অশরীরী ছায়া।
অবয়বে পরাভব সময়ের জলছবি
সবুজ বাগানে তখন উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়
পাতা ঝরার দিন, চাপা আগুন বুকে নিয়ে
যাপনের সংগ্রামে ব্যস্ত চারপাশ ঘনায়িত অন্ধকারে
অনভ্যস্ত চোখে যুগপৎ ডানা মেলে
খোলস ছেড়েছে যে একাধিক নিজেকে
দ্বিধা আর উদ্বেলিত আহ্লাদে।
ফারহানা খানম
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:
Reviewed by Pd
on
আগস্ট ১৫, ২০১৫
Rating:

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
সুচিন্তিত মতামত দিন